চট্টগ্রাম   সোমবার, ১৩ মে ২০২৪  

শিরোনাম

ঠিকাদারি নিয়ন্ত্রণে মামলার ‘ফাঁদ’

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৮ পিএম, ২০২৪-০১-১৬

ঠিকাদারি নিয়ন্ত্রণে মামলার ‘ফাঁদ’

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি-ফুড) কার্যালয়ে আছে ৪৫৭ জন পরিবহন ঠিকাদার। তাদের মেয়াদ শেষ প্রায় ৬ বছর। এরই মধ্যে নতুন ঠিকাদার নিয়োগের দরপত্রও আহ্বান করা হয়। তবে তালিকাভুক্ত ঠিকাদার নয়— এমন দুজন নানা অজুহাতে অসাধু ঠিকাদারদের যোগসাজশে পৃথকভাবে আদালতে মামলা ঠুকে স্থগিত করে দিয়েছেন নিয়োগ কার্যক্রম। ফলে মেয়াদোত্তীর্ণ হলেও বছরের পর বছর ঠিকাদারি কাজ চালিয়ে যাচ্ছেন পুরনোরা। অথচ বিভিন্ন সময় পরিবহনকালে চাল-গম চুরি করতে গিয়ে তারা ধরাও পড়েছেন। কিন্তু প্রতিবারই কর্তাদের ‘পকেট ভরিয়ে’ চুরির অভিযোগ থেকে পার পেয়ে গেছেন নির্বিঘ্নে। 
তবে, কিছু ব্যবসায়ীর দীর্ঘদিনের দাবি, নতুন ঠিকাদার নিয়োগ না হলেও দৈনিক মজুরির ভিত্তিতে খাদ্য ঠিকাদারি কাজ চালানো হলে সরকারের সাশ্রয় হত । এতে ‘দুই নম্বরি ফন্দি’ ভেস্তে যেত অসাধু সিন্ডিকেটের। আর যদি পুরনো ঠিকাদাররা কাজে থাকেন, তাহলে খাদ্য পরিবহনে অনিয়ম ও চুরি দিন দিন বাড়তেই থাকবে।
মেয়াদ শেষ ২০১৯ সালে
২০১৮-২০১৯ অর্থ বছরে নিয়োগ পাওয়া ৪৫৭ জন পরিবহন ঠিকাদার দরপত্র ছাড়াই এখনো কাজ করছেন। ২০১৯ সালের জুনে মেয়াদ শেষ হয়। কিন্তু ওই সময় করোনা পরিস্থিতির ইস্যু দেখিয়ে তিন মাস করে মেয়াদ বাড়ানো হয়েছে অন্তত দেড় বছর। পরবর্তীতে করোনার পরিস্থিতি স্বাভাবিক হলেও নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি।
অসাধু ঠিকাদারদের একটি সিন্ডিকেট সম্প্রতি চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় গন্তব্যে না গিয়ে চাল-গম চুরি করার উদ্দেশ্যে খালাসের সময় ধরা পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ধরা পড়ার পরও বিভিন্ন স্থানে তদবির ও অসাধু কর্মকর্তাদের ‘ম্যানেজ করে’ চুরির অভিযোগ থেকে পার পেয়ে যায় ওই সিন্ডিকেট। 
প্রতিমাসে সরকারের লাখ টাকা বেহাত
খোঁজ নিয়ে জানা যায়, গেল কয়েক বছরে চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্ধকৃত চাল ও গম পরিবহন করে নেওয়ার সময় নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে খালাস হয়েছে চোরাইপথে। এক-দেড় বছর ধরে খাদ্য বোঝাই চাল ও গমের ট্রাকগুলো অবৈধপথে খালাসের সময় একাধিকবার ধরা পড়েছে পুলিশ-র‌্যাবের হাতে। এসব ট্রাক বের হয়েছিল হালিশহর ও দেওয়ানহাট সিএসডি এবং পতেঙ্গা সাইলো ডিপো থেকে। সিন্ডিকেটটি সরকারের কোষাগার থেকে তুলে নিচ্ছে প্রতিমাসে কয়েক লাখ টাকা।
নিয়োগ স্থগিতে মামলার ‘ফাঁদ’
২০২২ সালের ৬ জুলাইয়ের দিকে নতুন ঠিকাদার নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম আরসি-ফুড। ২০২২ সালের ২৬ জুলাই ‘রক্তপাতের আশঙ্কা’ করে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেন এক ব্যক্তি। যিনি মামলাটি করেছিলেন তিনি আরসি-ফুড চট্টগ্রামের তালিকাভুক্ত কোনো পরিবহন ঠিকাদার নন। মামলার পর নতুন ঠিকাদার নিয়োগ কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। 
ওই বছর একই ইস্যু তুলে নারায়ণগঞ্জ আদালতে আরও একটি মামলা দায়ের করেন আরেক ব্যক্তি। তিনিও আরসি-ফুডের তালিকাভুক্ত ঠিকাদার নন। এই মামলায়ও নতুন ঠিকাদার নিয়োগ কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
পরবর্তীতে এই মামলার ইস্যু ধরে ৪৫৭ জন পরিবহন ঠিকাদারকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ জারি করে আরসি-ফুড।
একই ‘কৌশল’ রাঙামাটিতেও
সম্প্রতি নতুন ঠিকাদার নিয়োগ না করতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মেসার্স এয়ার মোহাম্মদ অ্যান্ড ব্রাদার্স। রিটের প্রেক্ষিতে রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার (এলএসডি) আওতায় নতুন ঠিকাদার নিয়োগ কার্যক্রম স্থগিত করার আদেশ দেন হাইকোর্ট। এর পর নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত রাঙামাটি জেলার এলএসডিগুলোর আওতায় দৈনিক মজুরির ভিত্তিতে শ্রম ও হ্যাল্ডলিং কাজ চালিয়ে যাওয়ার আদেশ দেয় আরসি-ফুড।
রাঙামাটির মতো চট্টগ্রামেও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘রাঙামাটির মতো চট্টগ্রামেও মাস্টাররোল অথবা দৈনিক মজুরির ভিত্তিতে খাদ্য পরিবহনে শ্রম ও হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করা জরুরি। বছরের পর বছর ধরে পুরনো ঠিকাদাররা যদি কাজ করতে থাকেন, তাহলে তো একটা সিন্ডিকেট তৈরি হবে এটাই স্বাভাবিক। আর এই সিন্ডিকেট প্রায়ই চাল-গম পরিবহনের সময় খালাসের আগেই চুরি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। প্রশ্ন উঠেছে, তবু তাদের দিয়েই কেন পরিবহন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে?  অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ?’
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, ‘রাঙামাটির এলএসডিগুলোতে মাস্টারেরোলের ভিত্তিতে ঠিকাদারি কার্যক্রম চালানোর সিদ্ধান্তটি মন্ত্রণালয়ের। আরসি-ফুডের একক কোনো সিদ্ধান্ত নয়।’
চট্টগ্রামেও আরসি-ফুডের ঠিকাদারদের ব্যাপারে অনুরুপ সিদ্ধান্ত আছে কীনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রণালয় চাইলে হতে পারে।’

রিটেলেড নিউজ

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

আমাদের ডেস্ক : : দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দ...বিস্তারিত


পাহাড় কেটে সাবাড় করছে প্রভাবশালী সিন্ডিকেট, হাত গুটিয়ে বনবিভাগ

পাহাড় কেটে সাবাড় করছে প্রভাবশালী সিন্ডিকেট, হাত গুটিয়ে বনবিভাগ

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কেটে সাবাড় করছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। পাশাপাশি পাহাড়ে থাকা ম...বিস্তারিত


চট্টগ্রামে শিশুদের করোনা সুরক্ষায় এলো দেড় লাখ টিকা

চট্টগ্রামে শিশুদের করোনা সুরক্ষায় এলো দেড় লাখ টিকা

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চট্টগ্র...বিস্তারিত


চট্টগ্রামে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের ...বিস্তারিত


বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে : মিজানুর রহমান চৌধুরী

বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে : মিজানুর রহমান চৌধুরী

আমাদের ডেস্ক : : বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে। রাজনীতিকে ঢাল হিসেবে ...বিস্তারিত


চেক প্রতারণার ১৫ মামলার আসামি গ্রেফতার

চেক প্রতারণার ১৫ মামলার আসামি গ্রেফতার

আমাদের ডেস্ক : : চট্টগ্রাম ও ঢাকায় ১৫টি চেক প্রতারণার মামলায় ৯টিতে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হককে গ্রেফতার করেছে র&zw...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর