চট্টগ্রাম   সোমবার, ১৩ মে ২০২৪  

শিরোনাম

ফের কক্সবাজারে এল এ শাখার সব সার্ভেয়ারকে বদলি

নিজস্ব প্রতিবেদক    |    ০১:১২ পিএম, ২০২২-০৭-২০

ফের কক্সবাজারে এল এ শাখার সব সার্ভেয়ারকে বদলি

কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এল এ) শাখার ৩৪ জন সার্ভেয়ারকে দুই বছর আগে একযোগে বদলির পর এবার একসঙ্গে সব (৯ জন) সার্ভেয়ারকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সার্ভেয়ার আতিকুরকে ২৩ লাখের বেশি নগদ টাকাসহ আটকের ঘটনার জের ধরে ভূমি মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৯ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, এ সংক্রান্ত একটি আদেশ সোমবার (১৮ জুলাই) জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। উল্লেখ্য গত ১ জুলাই ঢাকা হযরত শাহজালাল আর্জাতিক বিমানবন্দরে কক্সবাজার জেলা প্রশাসনের এল এ শাখার সার্ভেয়ার আতিকুর রহমান নগদ ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ নিরাপত্তাকর্মীদের হাতে আটক হন। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা প্রশাসনকে জানিয়ে একই দিন অন্য একটি ফ্লাইটে তাকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে আতিকুরকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আতিকুরের কাছে যে টাকা পাওয়া গেছে সেগুলোর বৈধ কোনো উৎস দেখাতে না পারায় জেলা প্রশাসন তাকে সদর থানায় সোপর্দ করে। উল্লেখ্য দুই বছর আগে কক্সবাজারের একই শাখার ৩ সার্ভেয়ারের এমন দুর্নীতির ঘটনায় একযোগে ৩৪ জন সার্ভেয়ারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। মঙ্গলবার প্রত্যাহার হওয়া ৯ সার্ভেয়ার দুই বছর আগে তাদের স্থলে যোগ দিয়েছিলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘অধিগ্রহণ করা জমির মালিকরা ক্ষতিপূরণের চেক পেতে যেন হয়রানি বা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন না হন, সেজন্য জেলা প্রশাসন সজাগ রয়েছে। এমনকি এ ধরনের কোনো বিষয় নজরে আসলে তাকে জানানোর অনুরোধও করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এদিকে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন সার্ভেয়ার আতিকুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের পূর্বক নিজেই মামলা তদন্তের দায়িত্ব নিয়েছেন। আদালত ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার (১৮ জুলাই) সার্ভেয়ার আতিকুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, সার্ভেয়ার আতিকুর রহমান মহেশখালী দ্বীপের ধলঘাটা ও মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর ও বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের (বেজা) জন্য এক হাজার ৫০০ একর অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা পরিশোধের দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সেই দায়িত্ব পালনকালে মাতারবাড়ি ও ধলঘাটার স্থানীয় কয়েক ব্যক্তির যোগসাজশে ক্ষতিগ্রস্ত জমিমালিকদের কাছ থেকে কমিশন বাণিজ্যের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এ ঘটনা নতুন নয়: এর আগে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখায় কর্মরত সার্ভেয়ার ওয়াসিম খানের বাসায় অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল নগদ ৫ লাখ টাকা, আর ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রাপ্তির আবেদনসহ তাকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুই সার্ভেয়ার ফরিদ উদ্দিন ও ওয়াসীম হোসেনের বাড়ি থেকে যথাক্রমে ৬৩ লাখ এবং ২৫ লাখ টাকাসহ সর্বমোট ৯৩ লাখ টাকা এবং দাপ্তরিক কাগজপত্র উদ্ধার করে। এ বিষয়ে দুদকের একটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা (আইও) শরিফ উদ্দিন কয়েকশ’ পাতার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু সেই প্রতিবেদনের সঙ্গে তার তদারক কর্মকর্তা একমত পোষণ না করায় অভিযোগ ফের তদন্তন্তের জন্য ভিন্ন একজন আইও নিয়োগ করা হয়েছে। এর মধ্যেই দুদক কোন কারণ না দর্শিয়ে শরিফ উদ্দিনকে চাকুরিচ্যুত করে। আর তা নিয়ে দেশব্যাপী নানা আলোচনা হয়েছে। এদিকে চাকুরিচ্যুত করার বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন শরিফ উদ্দিন। সেটি এখন আদালতে বিচারাধীন রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১০ সালের পর থেকে কক্সবাজারে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হতে শুরু করে। এমনকি এ পর্যন্ত চলমান উন্নয়ন প্রকল্পের জন্য ১৩ হাজার একরের বেশি ভূমি অধিগ্রহণ করা হয়েছে। যার প্রাক্কলিত ক্ষতিপূরণের পরিমাণ প্রায় ছয় হাজার কোটি টাকা। হাজার হাজার ক্ষতিপূরণ প্রার্থীর আবেদন নিষ্পত্তির জন্য বর্তমানে একজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সঙ্গে মাত্র দুই জন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তারা দু’জনই বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা।

রিটেলেড নিউজ

চকরিয়ায় জাল দলিলে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, স্বামীর সম্পত্তি ফিরে পেতে বিধবার আকুতি 

চকরিয়ায় জাল দলিলে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, স্বামীর সম্পত্তি ফিরে পেতে বিধবার আকুতি 

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিন নামে দুই ভাইয়ের যোগসাজশে জ...বিস্তারিত


টেকনাফের খালের উপর কাউন্সিলার মুজিবের  অবৈধ মার্কেট'নির্মান

টেকনাফের খালের উপর কাউন্সিলার মুজিবের  অবৈধ মার্কেট'নির্মান

টেকনাফ প্রতিনিধি : : বঙ্গোপসাগরের মিশ্রিত নাফনদের প্রধানমুখ কক্সবাজারের টেকনাফের কায়ুখখালী খাল দখল করে মার্কেট নির্...বিস্তারিত


টেকনাফে পুলিশের অভিযানে গহীন অরণ্য  অপহৃতকে দুইজন কে উদ্ধার

টেকনাফে পুলিশের অভিযানে গহীন অরণ্য অপহৃতকে দুইজন কে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :   মোহাম্মদ আয়াছ রনিঃ টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার  দক্ষিণ শীলখালী চৌকিদার পাড়া এলাক...বিস্তারিত


কক্সবাজারে হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ‘আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়’ এমন চিরকুট লিখে কক্সবাজার শহরের কলাতলীর একটি হোটেলে কাউসা...বিস্তারিত


জনজীবনে অস্বস্তির পর এবার মামলাজটের কারণও রোহিঙ্গারা!

জনজীবনে অস্বস্তির পর এবার মামলাজটের কারণও রোহিঙ্গারা!

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সরকারের নিপীড়নের শিকার হওয়া রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিতে গিয়ে এখন অস্বস্তি নেমে এসেছে ...বিস্তারিত


‘সুনীল অর্থনীতির জন্য সমুদ্র রক্ষা জরুরি’

‘সুনীল অর্থনীতির জন্য সমুদ্র রক্ষা জরুরি’

নিজস্ব প্রতিবেদক :    প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমুদ্র জয় করেছি। এটা আমাদের বিশাল অর্জন। তাই সমুদ্র পরিষ্কার ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর